প্রাথমিক বাংলা - এম. এ. জি স্মৃতি পাঠাগার

এম. এ. জি স্মৃতি পাঠাগার

“এসো আলোকিত হই”

ইভেন্ট

প্রাথমিক বাংলা

শ্রেণীঃ তৃতীয়
বিষয়ঃ বাংলা
এম.এ.জি.স্মৃতিপাঠাগার

সময়ঃ ৩ ঘন্টা       পূর্ণমানঃ ১০০
(যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. রাসূলের বাণী কবিতাটির ৮ লাইন মুখস্ত লিখ।
২. শব্দের অর্থ লিখ: (যে কোন ১০টি)
        কাযী, সুধা, খোদাভিরু, আজাদী, দুঃস্থ, প্রসন্ন, কর্মঠ,
        কলি, শিহরে, সহিষ্ণু, ক্রীতদাস, ধ্বণি,ক্রুটি।
৩. বাক্যরচনা কর: (যে কোন ৫টি)
        সুধা, খানকা, নিষ্পাপ, একতা, চকচক,
         ইনসাফ, শহীদ।
৪. শূণ্যস্থান পূরণ কর:
        ক) মদীনায় ...... জাগে সব প্রহরে।
        খ) আসছেন ...... শোর তাই শহরে।
        গ) আল্লাহর রহমত ...... মমতা।
        ঘ) শিখে নেয় ...... তার কছে সমতা।
        ঙ) খোদার ...... নাই যার তূল্য।
৫. সংক্ষেপে উত্তর দাও: (যে কোন ৫টি)
        ক) নোমানের নাম ও লকব লিখ।
        খ) তিতুমীরের আসল নাম কী?
        গ) নবী কী বলেন?
        ঘ) বৃদ্ধলোকটির চরিত্র কেমন ছিল?
       ঙ) একতায় কী?
        চ) তিনি আদব কার থেকে শিখেছেন?
        ছ) কোন কোন মাস মিলে শরৎ কাল হয়?
৬. খলীফা কেন তাকে বন্দী করলেন এবং কোথায় শেষ নিঃশ্বাস 
        ত্যাগ করেন?
৭. কোরআন শরীফে বর্ণিত লোকমান হেকীমের ২টি উপদেশ লিখ?



বাংলা ব্যাকরণ
(যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও)

১. পুরুষ কাকে বলে ওকত প্রকার এবং কি কি?
২. দাগ দেওয়া শব্দ গুলির লিঙ্গ নির্ণয় কর:(যে কোন ৫টি)
       ক) শিশু খেলা করে।
       খ) তার দুই ছেলে।
       গ) হাঁস ডিম পাড়ে।
       ঘ) আম্মা আমাদের বড় আপন জন।
       ঙ) মামা আমাদের আদর করেন।
       চ) ঘুড়ি আকাশে ওড়ে।
      ছ) কলসটিতে পানি আছে।
৩. এক কথায় প্রকাশ কর:
       ক) যার কোন সিমা নেই।
       খ) এক মায়ের সন্তান যারা।
       গ) যার দয়া মায়া নাই।
       ঘ) ধর্মের জন্য যে যুদ্ধ করা হয়।
      ঙ) যে আল্লাহকে বিশ্বাস করে না।
৪. বিরাম চিহ্ন কাকে বলে ও কত প্রকার?
৫. দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে?

No comments:

Post a Comment

Pages