আমাদের এই বাংলাদেশ
সূচনা: অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ। সুজলা-সুফলা ও শস্য-শ্যামলা এই বাংলাদেশের যে দিকে তাকাই আমাদের মন জুড়িয়ে যায়।
আয়তন ও লোকসংখ্যা: বাংলাদেশে আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ১৫ কোটি ২৪ লাখ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০২৫ জন লোক বাস করে। বাংলাদেশের রাজধানী ঢাকা।
জাতি ও ভাষা: বাংলাদেশে অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজেস্ব ভাষা। বাংলাদেশে বসবাসরত জাতিগুলোর মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যতম। এদেশের মানুষের ভাষা বাংলা।
মানুষের পেশা: বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি। দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষক। এছাড়া অন্যান্য পেশার মানুষও রয়েছে।
নদনদী: এদেশে শত শত নদী রয়েছে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল খাঁ, তিস্তা, মধুমতি, ভৈরব, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, কর্ণফুলি, সুরমা, প্রভৃতি উল্লেখযোগ্য।
ফসলাদি: আমাদের দেশে যে সব খাদ্যশস্য ও অর্থকরী ফসল ফলে তার মধ্যে অন্যতম হলো- ধান, পাট, চা, তামাক, গম, সরিষা, ফলমূল, শাকসবজি প্রভৃতি।
উপসংহার: এদেশ পৃথিবীর অন্যতম সেরা সৌন্দর্যের দেশ। তাই কবিরা এদেশকে সকল দেশের রানি বলে অভিহিত করেছেন।
No comments:
Post a Comment