স্বাধ
মিতুল আহমেদ
এই আছি পড়ে দূর প্রবাশে,
একটু ভালো থাকার আশে৷
কেউ নেই আজ পরিচিত পাশে,
কবে ছুটে যাবো স্বজনদের কাছে৷
মনে মনে কতো কথা যায় ভেবে,
আমার মনের এই বাসনা পূর্ণ হবে কবে?
ঐই হৃদয়ের যত স্বাধ আছে পূর্ণ করে নেবে,
বিধাতা কি আমায় কখনো সেই সুযোগটুকু দেবে?
সারা জীবন আমার জন্য করলো কষ্ট যাঁরা,
এই বয়সেও এতোটুকু সুখ পাবে না কি তাঁরা?
তবে আমি কেন আছি হয়ে তাঁদের হারা,
স্বাধ যদি না হয় গো পূরণ কেন হলেম বাস্তু হারা?
অনেক সুন্দর হঽছে আপনার কবিতা টি।আপনি কি নিয়মিত কবিতা লিখতেন?
ReplyDeleteধন্যবাদ। আমি এখনো নিয়মিত কবিতা লিখি।
ReplyDelete