বাংলা শিশুতোষ ছড়া - এম. এ. জি স্মৃতি পাঠাগার

এম. এ. জি স্মৃতি পাঠাগার

“এসো আলোকিত হই”

ইভেন্ট

বাংলা শিশুতোষ ছড়া

 ছড়ার নাম: রঙিন পাখি

রঙিন একটা পাখি আসে,
খেলতে চায় সে মাঠের পাশে।
লাল-নীল তার পাখার রঙ,
উড়ে বেড়ায় সারাবাংলা গঙ্গ।

ডালে বসে গান গায় সে,
"চু-চু" করে সকাল বেলায়।
শিশুরা সব হাসে খুশি,
পাখির ছায়ায় মনের দিশি।

খোকা বলে, “বন্ধু তুই,
রোজ সকালে আসিস যুঁই!”
পাখি হেসে বলে হায়,
“বন্ধুর ডাকে আমি তো যাই!”

No comments:

Post a Comment

Pages