বাংলা শিশুতোষ ছড়া - এম. এ. জি স্মৃতি পাঠাগার

এম. এ. জি স্মৃতি পাঠাগার

“এসো আলোকিত হই”

ইভেন্ট

বাংলা শিশুতোষ ছড়া

 আমার খোকা 

 

আমার খোকা ছোট্ট ছেলে,
পড়তে বসে হেলে দুলে।
আ আ করে বর্ণ শেখে,
ছোট ছোট ছড়া দেখে।

কলম ধরি হাতে নিয়ে,
অ আ ক খ লেখে বেয়ে।
"আম" লিখে, "জল" লেখে,
হাসে খুশি মনের থেকে।

বইয়ের পাতা ঘুরায় চুপে,
ছবির সাথে ছড়া জুড়ে।
শিখতে চায়, বুঝতে চায়,
স্বপ্ন নিয়ে বড়ো হয়।

No comments:

Post a Comment

Pages