বিভিন্ন আয়োজন ও সমস্যা - এম. এ. জি স্মৃতি পাঠাগার

এম. এ. জি স্মৃতি পাঠাগার

“এসো আলোকিত হই”

ইভেন্ট

বিভিন্ন আয়োজন ও সমস্যা

বিভিন্ন আয়োজন ও সমস্যা

প্রতি বছর পহেলা বৈশাখে আমাদের এম.এ.জি স্মৃতি পাঠাগার কতৃক এক বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে । যা আমাদের গ্রামের ছেলেদের মেধাবিকাশে সহায়তা করে থাকে । পড়ালেখা, খেলাধুলাসহ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে খাকে আমাদের পাঠাগারের উদ্যোগ।যা সত্যি গ্রামের সকলের বিনোদনের একটি বিরাট মাধ্যম বলতে হবে । আমাদের গ্রামে কোন খোলা মাঠ না খাকায় এখ আমদের খেলার সমস্যা হয় । একপ্রকার আমাদের খেলা এখন বন্ধ হয়ে গেছে ্। তবে আমরা সবসময় খেলতে না পারলেও পহেলা বৈশাখে গ্রামের বাইরের মাঠ বিভিন্ন ভাবে ব্যবস্থা করে খেলে থাকি । যা আমাদের জন্য সত্যি কষ্টকর ও বিরক্তির বিষয় ।

No comments:

Post a Comment

Pages