এম.এ.জি স্মৃতি পাঠাগার এর পক্ষ থেকে পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষকে জানাই প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা।আগামীকাল ঈদুল আযহা বা কোরবানির ঈদ যা আমাদের শিক্ষাদেয় মনের পশুটাকে চিরতরে কোরবানি করার।আসুন সমাজের সকল শ্রেণী পেশার মানুষগুলোর সাথে এই খুশির দিন টাকে ভাগ করে নেই। ভেদাভেদ ভুলে চলুন গরিব দুঃখি মানুষের সাথে একতত্তা ঘোষনা করি।
নিজের মনটাকে পরিস্কার করি মানুষের প্রাপ্য সম্মানটুকু দিই।
গরিব হলেও মানুষ সবাই । আত্মীয় পরিজন নিয়ে কোরবানির মহ্ত্ত ও হক আদায় করি।
কোরবানি শুধু ঈদ নয় এটা ভাতৃতের বন্ধনও বটে পরিবার সমাজ দেশ যে ভাতৃতের বন্ধনে আবদ্ধ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment