প্রাথমিক শিক্ষা কার্যক্রম
বিষয়ঃ জ্যামিতি
- জ্যামিতি কাকে বলে? উত্তরঃ যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে।
- বিন্দু কাকে বলে? উত্তরঃ যার দৈর্ঘ,প্রস্থ, ও উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে।
- রেখা কাকে বলে? উত্তরঃ বিন্দুর চলার পথকে রেখা বলে।
- সরল রেখা কাকে বলে? উত্তরঃ যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না । সর্বদা সোজা পথে চলে তাকে সরল রেখা বলে।
- বক্ররেখা কাকে বলে? উত্তরঃ যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্র রেখা বলে।
- তল কাকে বলে? উত্তরঃ ঘন বস্তুর পিঠকে তল বলে।
- কোণ কাকে বলে? উত্তরঃ দুইটি রশ্মি কোন একটি বিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে।
- ত্রিভূজ কাকে বলে? উত্তরঃ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
- চতুর্ভূজ কাকে বলে? উত্তরঃ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভূজ বলে।
বৃত্ত কাকে বলে? উত্তরঃ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে সবর্দা সমান দূরত্ব বজায় রেখে একটি বক্ররেখা ঘুরে আসলে যে ক্ষেত্র্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।
বিন্দু, রেখা, রশ্নি, তল, ঘনবস্তু, বৃত্ত, ত্রিভূজ , চতুর্ভুজ, বর্গ, রম্বস, সামান্তরিক, আয়ত, ট্রাপিজিয়াম, চিএ অংকন ও বৈশিষ্ট গুলোর কোনো PDF ফাইল দিতে পারবেন?? অথবা কোনো পেপার দিতে পারবেন?? দিলে খুব উপকার হত। ধন্যবাদ
ReplyDelete