আমাদের গ্রাম - এম. এ. জি স্মৃতি পাঠাগার

এম. এ. জি স্মৃতি পাঠাগার

“এসো আলোকিত হই”

ইভেন্ট

আমাদের গ্রাম

আমাদের গ্রামের মানুষ গুলো খুবই সহজ ও সরল সবাই সবার প্রতি আন্তরিকতা আছে।আমাদের গ্রামটা যেন একটি পরিবার।যেখানে কোন হিংসা নেই, নেই কোন বিভেদ।যেখানে পাওয়া যাবে অনাবিল আনন্দ আর সবুজ শ্যামল প্রকৃতির আভা। যেখানে পাখির ডাকে সকাল হয় আর বিকালের মৃদু রোদ গায়ে মেখে সন্ধ্যা হয়। যেখানে দাড়িয়ে বলা যায় আমি আমরা সুখি একখন্ড সুন্দর ছবির মত গ্রাম পেয়ে।

No comments:

Post a Comment

Pages