বিষয় ঃ গণিত
- সঠিক উত্তর টি খাতায় লেখ।
খ) আয়তন পরিমাপের একক কী?
গ) ওজন পরিমাপের একক কী?
ঘ) কত মাসে ১ বছর হয়?
ঙ) সোমবারের আগের দিন কি বার?
2. অংকে লিখ
পঁচাত্তর, ঊনষাট, আশি, দুইশত পাঁচ, তিনশত।
3. কথায় লিখ
375, 215, 90, 65, 55
4. ৫১ থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখ।
5. স্থানীয় মান নির্ণয় কর
১০০, ৯০, ৫৫
6. ১ থেকে ১০ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখ।
7. যোগ ও বিয়োগ কর
২৫+২১= ৩০+৩৯= ৩৫+৪২ ৭৯-৩৭= ৬৭-১৪=
8. নামতা লেখ ১২ এর ঘর।
9. গুণ ও ভাগ কর
২২*৩= ৪৩*২= ২৩*৩= ৪৫/৯= ৮)৭২(
10. ৩টি প্রশ্নের উত্তর দাও
ক) ৮টি ডিমের দাম ৬৪ টাকা।একটি ডিমের দাম কত?
খ) প্রতিটি পেনসিলের দাম ৯টাকা।৪৫ টাকায় কয়টি পেনসিল হবে?
গ) রিয়ার কাছে ৭৫ টাকা আছে । বাবা তাকে ৫০ টাকা দিলেন এখন রিয়ার কত টাকা হলো?
ঘ) কমলের কাছে ৫০ টাকা ছিল। সে মিতাকে ১৫ টাকা দিল । তার কাছে কত টাকা রইল?
ঙ) ১ ডজনে ১২টি । সীমা ৪ডজন কলা কিনল সে কয়টি কলা কিনল।
11. চিত্র সহ সংজ্ঞা লেখ
ক) চতুর্ভূজ খ) ত্রিভূজ গ) বিন্দু ঘ) রেখা
No comments:
Post a Comment